সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ইং অনুষ্ঠিত
চট্টগ্রামে রাঙ্গুনিয়ার প্রাণকেন্দ্র পোমরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজে আজ ২ দিন ব্যাপি আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২২ইং ১ম দিনের আয়োজন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠান অধ্যাপক বি.ইউ.এম. এমরান চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসাইন আহমদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পোমরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব জহির আহমদ চৌধুরী। পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিঠক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এরপর প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব জহির আহমদ চৌধুরী স্বাগত বক্তব্য ও মশাল প্রজ্জলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি স্বাগত বক্তব্যে বলেন- “পড়ালেখা মান উন্নয়নের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। নিজেকে সুস্থ ও স্বার্থকভাবে গড়ে তুলার জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম।” এরপর শুরু হয় মুল পর্ব ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে প্রতিযোগিতাকে করে তুলে